কলকাতা, ১৫ মার্চ (হি.স.): ১৮৭৭ সালের আজকের দিনেই টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই লড়াইয়ে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই দিনের টেস্ট ক্রিকেট থেকে আজকের টেস্ট ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। আজকের দিনে একটা টেস্ট ম্যাচ হয়ে থাকে ৫ দিনের। সেদিনের টেস্ট ম্যাচে কোনও দিন নির্ধারিত ছিল না।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে করেছিল ২৪৫ রান। সেদিন অজিদের হয়ে প্রথম ইনিংসে ১৬৫ রানের এক ইনিংস খেলে ইতিহাসের বুকে নাম লিখেছিলেন চার্লস ব্যানারম্যান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম সেঞ্চুরি করেন।
অজিদের ২৪৫ রানের জবাবে ইংল্যান্ড করে ১৯৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন বিলি মিডউইন্টার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১০৪ রান। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৪ রান।কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচটি ৪৫ রানে জেতে অস্ট্রেলিয়া।

