নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মার্চ: রোগভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা। ঘটনা মন্দির নগরী উদয়পুরের সুকান্ত কলোনি এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম মায়া রায় (৭৫ )।
ঘটনার বিবরনে জানা যায় ,রাজারবাগস্থিত সুকান্তপল্লী এলাকার দিলীপ রায়ের বৃদ্ধা মা মায়া রায় দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও সন্ধ্যায় নিজ বাড়িতে ঠাকুর ঘরে পুজো দেন। পূজা শেষ করে পরিবারের লোকজনদের অলক্ষ্যে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে পড়েন।
পরবর্তীতে দিলীপ রায় এর স্ত্রী ঘরে এসে শাশুড়ির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এক প্রকার হতভম্ব হয়ে আতঙ্কে চিৎকার দিলে ছুটে আসেন পার্শ্ববর্তী লোকজন। খবর দেওয়া হয় ছেলে দিলীপ রায় কে।
এদিকে এলাকাবাসীদের পক্ষে খবর যায় রাধাকিশোরপুর মহিলা থানায়। মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মায়া রায়কে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিজ বসত ঘরে বৃদ্ধার ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকাবাসী। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন পুলিশ।
শুক্রবার ময়নাতদন্ত শেষে বৃদ্ধার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিজনদের হাতে। পরিজনদের দাবি রোগে আক্রান্ত থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি। রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

