নয়াদিল্লি, ১৫ মার্চ : আগামীকাল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। শুক্রবার ‘এক্সে’ পোস্ট করে বার্তা হয়েছে ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)। তাছাড়া, চার রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা সম্ভাবনা রয়েছে।
আজ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ‘এক্সে’ পোস্ট করে জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৬ মার্চ দুপুর ৩টা নাগাদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।