আগরতলা, ১৫ মার্চ : ১৮ জন ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে আজ বটতলা বাজার এলাকা পরিদর্শনে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, গত বিধানসভা নির্বাচনের পূর্বে শহরকে যানজট মুক্ত করতে বটতলা বাজারের সামনে কিছু বেআইনি ব্যবসায়ীকে পুর নিগমের উদ্যোগে উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তীতে নিগম প্রতিশ্রুতি দিয়েছিল ওই ১৮ জন ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার হবে। আজ ওই জায়গা ঘুরে দেখেছেন তিনি।
এদিন পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য,জান্নবী দাস চৌধুরী, নিতু দে গুহ পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের অন্যান্য আধিকারিক সহ বটতলা বাজারের ব্যবসায়িকরা।
তাঁর কথায় , বটতলা শিববাড়ির উল্টোদিকে ১৮ জন ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে পাশাপাশি ছোট একটি পার্ক তৈরি করা হবে সেই জায়গায় সৌন্দর্যের জন্য।

