কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): আদালত অবমাননার মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থা। শুক্রবার কলকাতা পুলিশকে চরম ভর্ৎসনা করল হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে কিছু সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে মান্যতা না দেওয়ার জন্যেই ভর্ৎসনা করেন বিচারপতি মান্থা।
মামলাকারী পঙ্কজ কুমার দুগার আদালতের দারস্থ হয়েছিলেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে ১৮ জুন ২০২২ এ তার মোবাইলের টাওয়ার লোকেশন যাতে তার মোবাইল সংস্থা দেয় তার জন্য কমিশনারকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি। একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজারা ক্রসিং ও কালিঘাট ফায়ার স্টেশন পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান।
এদিন সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি বলেন, হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে? হাইকোর্টের নির্দেশ না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে আদালতের নির্দেশ না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না?

