আগরতলা, ১৫ মার্চ : লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে বিরোধী প্রার্থীরা একত্রিত হয়েও ১ লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না। সেই ভয়েই কংগ্রেস বিজেপি জোটের নেতা কর্মীদের ক্ষেপিয়ে তুলতে চাইছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্যের জবাবে এইভাবেই তাঁকে সহ কংগ্রেসকে তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, মোদীজির গ্যারান্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে সারা দেশে সিএএ লাগু করার প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, কংগ্রেস সিএএ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত করার চেষ্টা করছে। যারা অন্য্ দেশ থেকে অস্তিত্ব রক্ষা করার জন্যে ভারতে আসবেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু বিরোধীদলরা রাজ্যবাসীকে সিএএ নিয়ে বিভ্রান্ত তৈরা করার চেষ্টা করছে। তবে তাতে কোনো লাভ হবে না।
এদিন তিনি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে নিশানা করে বলেন, বিজেপিতে কে কোন রাজ্য থাকবেন সেটা কোনো বিরোধীদল নেতা ঠিক করে দিতে পারেন না। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদনীয় রাজনীতিতে রাখা হবে বা কাউকে সংগঠনিক রাজনীতিতে রাখা হবে। ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র করে কোনো লাভ হবে।
প্রসঙ্গত, জাটকা কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, কেন লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুইজন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। এরই জবাবে আজ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য একথা বলেন।
তাঁর কটাক্ষ, লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে বিরোধী প্রার্থীরা একত্রিত হয়েও ১ লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না। সেই ভয়েই কংগ্রেস বিজেপি জোটের নেতা কর্মীদের ক্ষেপিয়ে তুলতে চাইছে। ধীরে ধীরে বিরোধীরা আরও সঙ্গীহীন হবে বলেন তিনি।