আগরতলা, ১৫ মার্চ:কৃষকদের আত্মনির্ভর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে রাজ্যের প্রতিটি ব্লকেই কৃষি মহকুমা গঠন করা হচ্ছে। কৃষিক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার করে কম সময়ে অধিক ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আজ করবুকে কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
উল্লেখ্য, এই কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ শিলাছড়ি প্রাথমিক গ্রামীণ বাজারেরও উদ্বোধন করেন। এই বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ লক্ষ টাকা।
অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ বলেন, কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে উৎসাহিত করতে ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। কৃষকদের কল্যাণে কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ডের মত প্রকল্প ও পরিষেবার সুবিধা কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষিক্ষেত্রে এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে স্বল্প সময়ে ওষুধ স্প্রে করা যায়। তিনি বলেন, রাজ্যে এখন জৈব চাষের পরিধি বেড়েছে। কৃষি জমিতে সারা বছর চাষ করার জন্য সৌরবিদ্যুতের মাধ্যমে জল সিঞ্চনের ব্যবস্থাও করা হচ্ছে। কৃষকদের আয় বাড়াতে সরকার সচেষ্ট।
অনুষ্ঠানে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বলেন, কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আগামীদিনে করবুক এলাকার কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে সহায়তা করবে। তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকদের কাছে আবেদন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈঙ্গ মগ, সমাজসেবী অতীন্দ্র রিয়াং, অসীম ত্রিপুরা, করবুক ব্লকের বিডিও দিব্যেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফণীভূষণ জমাতিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা।

