ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দলকে জার্সি স্পন্সররে এগিয়ে এসেছে আর.বি কনস্ট্রাকশন। আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে আর.বি কনস্ট্রাকশনের পক্ষে কর্ণধার শ্রীমতি ঝুমা চক্রবর্তী, সিদ্ধার্থ চক্রবর্তী এবং রাকেশ ভট্টাচার্য প্রমূখ উপস্থিত থেকে জার্সি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের এক্টিং সেক্রেটারি চন্দন সেন এক্ষেত্রে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সহ অন্যান্য সদস্যদের প্রশংসা করে অভিনন্দন জানান। সাংবাদিক সম্মেলনে তথা জার্সি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য বিকাশ দেববর্মা, অরুপ গোস্বামী, প্রশান্ত দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
2024-03-15