নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে তোপ জয়রাম রমেশের

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.): সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড নিয়ে হিসাব দিয়েছে স্টেট ব্যাঙ্ক। সেখানে দেখা গেছে বিরোধীদের থেকে অনেক বেশি অনুদান পেয়েছে শাসক দল বিজেপি। তাই নিয়ে এবার বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, নির্বাচনী বন্ড সবার সামনে আসার পরে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। এবার বোঝা গেল কেন্দ্রীয় এজেন্সি এত বেশি সক্রিয় কেন।

সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ এর ব্যাখ্যা দিয়ে লেখেন, যে পরিমাণে বিজেপির ঘরে টাকা গেছে তাতে গোটা বিষয়টি সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। দেখা গিয়েছে এমন কিছু প্রতিষ্ঠান নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া ৩০টি সংস্থার মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছিল। জয়রাম রমেশ বলেন, টাকা দেওয়ার পর এই কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্তের গতি কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ