টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নিয়ম কার্যকরের অপেক্ষায় আইসিসি

দুবাই, ১৫ মার্চ (হি.স.): গত নভেম্বরে পরীক্ষাধীনভাবে আইসিসি চালু করেছিল ‘স্টপ ক্লক’ পদ্ধতি। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের এপ্রিলে। তবে এই নিয়মটি স্থায়ীভাবে চালু করার কথা ভাবছে আইসিসি। যার শুরুটা হতে পারে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু করা হবে। তবে আগের তুলনায় এই নিয়ম আরো কঠোর করা হচ্ছে। যেমন পরীক্ষাধীন সময়ে ৬০ সেকেন্ডের পর ওভার শুরু করলে কোন রকম শাস্তির নিয়ম ছিল না। কিন্তু এখন ৬০ সেকেন্ড সময়ের মধ্যে ওভার শুরু করতে হবে, আর তা না হলে জরিমানার আওতায় পড়তে হবে। যদি দেখা যায় প্রতিবার নিয়ম ভাঙা হচ্ছে তাহলে তার জন্য পেনাল্টির ব্যবস্থা আছে। এক্ষেত্রে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে সতর্ক করবেন। তাতেও যদি কিছু না হয় তাহলে ব্যাটিং দলের স্কোরকার্ডে পাঁচ রান যোগ করা হবে।

আরেকটি নিয়ম আসছে তাহল-টিভি আম্পায়ার ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু রাখবেন। আর কোনো ইস্যুতে সিদ্ধান্ত নিতে দেরি হলে মাঠের আম্পায়ারই খেলা শুরুর সময় ঠিক করবেন। দুবাইয়ে আইসিসির চলমান বৈঠকে এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইটটি। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।