মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিপি-র নেতৃত্বে কমিটি

কলকাতা, ১৫ মার্চ (হি.স.) : শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মোট তিন সদস্যের এই কমিটির মাথায় থাকছেন খোদ কমিশনার। এছাড়াও ডিসি সাউথ এবং আইসি কালীঘাট এই কমিটির সদস্য হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য এই কমিটি গঠন করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দুপুরে ভবানী ভবনে দীর্ঘ বৈঠক হয় পুলিশ কর্তাদের।

মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত পাওয়ার ঘটনায় এসএসকেএম-এর তরফে ‘পুশ ফ্রম বাহাইন্ড’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা অর্থ পেছন থেকে ধাক্কা লাগা। যদিও পরে সেই কথার ব্যাখ্যাও দিয়েছিলেন এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।