ধর্মনগর, ১৫ মার্চ : চোরের উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বত্র পুলিশ সিআরপিএফ এবং বিএসএফের জওয়ান মোতায়েন করা হলেও চোরের উপদ্রব এক বিন্দুও কমে যায়নি। এত পুলিশি পাহারার মধ্যেও যেভাবে নয়াপড়ার নেতাজি পাড়াতে চুরি কান্ড সংঘটিত হলো তাতে ধর্মনগর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাত আনুমানিক ২:৩০ নাগাদ নেতাজি পাড়ার পরিমল দাসের বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়। বাড়ির গ্রিল ভেঙ্গে লোহার দরজা খোলে ঘর থেকে তিনটি সোনার চেইন, দুই জোড়া সোনার দুল এবং ৬০ হাজার টাকা ক্যাশ নিয়ে চলে যায় চোরের দল। কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কোন ধরনের আওয়াজ উপলব্ধি করতে পারেননি, সকালে উঠে দেখা যায় দরজা খোলা, লোহার রড বাঁকানো, চাবির জায়গায় চাবি নেই।
প্রশ্ন দেখা দিয়েছে এত কিছু হয়ে গেল কিন্তু গৃহকর্তা গৃহকর্তী সহ বাড়ির সকলে কেমন করে ঘুমিয়ে ছিল যে তারা কিছুই শব্দ উপলব্ধি করতে পারেনি। অথচ ঘরের মাঝে যে লোহার শীটের দরজাটি রয়েছে তা আওয়াজ ছাড়া খোলা যায় না। এমন ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে।

