নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ মার্চ: সরকার বিদ্যুৎ দপ্তরকে নিগম এ পরিণত করেছিল গ্রাহকদের পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে। কিন্তু হিতে বিপরীত আকার ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলির হাতে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব তুলে দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগের শামিল হচ্ছেন।
কৈলাসহরে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে গন ধর্নায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা। রীতিমতো অফিসের বারান্দায় বসে স্লোগান দিয়ে গন ধর্না শুরু হয়েছে এদিন সকাল থেকে।
গন ধর্না চলাকালীন শিশির নন্দী নামে এক ঠিকাদার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না। বৈদ্যুতিক কাজের জন্য শ্রম এবং অর্থ বিনিয়োগ করে ঠিকাদারগন সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
তাই, সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদারগনের সমস্ত বিল অবিলম্বে পরিশোধ করার দাবীতে গন ধর্নায় বসেছেন তারা। যতক্ষন অব্দি বকেয়া বিল দেওয়া হবে না, কিংবা লিখিত আশ্বাস না পাওয়া যাবে না ততক্ষণ এই ধর্না অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠিকাদার সহ শ্রমিকরা।

