পঞ্জাব, ১৪ মার্চ (হি. স.): পঞ্জাবে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করে দিলো আম আদমি পার্টি (এএপি)। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে আম আদমি পার্টির তরফে।
এই প্রার্থী তালিকা অনুযায়ী, অমৃতসর থেকে প্রার্থী হয়েছেন কুলদীপ সিং ধালিওয়াল, খাদুর সাহিব থেকে লালজিত সিং ভুল্লার, জলন্ধর থেকে সুশীল কুমার রিংকু, ফতেগড় সাহিব থেকে গুরপ্রিত সিং জিপি, ফরিদকোট থেকে করমজিৎ অনমোল, ভাটিন্ডা থেকে গুরমিত সিং খুদিয়ান, সাংরুর থেকে গুরমিত সিং মিট হায়ের এবং পাটিয়ালা থেকে প্রার্থী হয়েছেন ডা বলবীর সিং।

