ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রঞ্জি চ্যাম্পিয়ন এর অনেকটা কাছাকাছি পৌঁছেছে মুম্বাই। তবুও বিদর্ভ চাইছে শেষ সময়ে একটা মরণ কামড় দিতে। বড় চ্যালেঞ্জের সম্মুখীন বিদর্ভ এখন। ঐতিহাসিক রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হতে গেলে বিদর্ভের সামনে আরো ২৯০ রান প্রয়োজন। হাতে উইকেট পাঁচটি। খেলার বাকি পুরো একদিন। উইকেটে টিকে থাকা অধিনায়ক ওয়াদকার (অপরাজিত ৫৬) এবং হর্ষ দুবে (অপরাজিত ১১) জুটির দিকে তাকিয়ে পুরো বিদর্ভ। পরবর্তী যে আরও চারজন শিবিরে রয়েছেন তারা মূলতঃ বোলার। শেষ দিনে শেষ পাঁচ ব্যাটার্স দলকে কতটুকু এগিয়ে নিতে পারে তাই এখন হাজার টাকার প্রশ্ন। আগামীকাল ম্যাচের অন্তিম দিনে শুধু চ্যাম্পিয়ন ঘোষণার অপেক্ষায়। প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে যাওয়া বিদর্ভ দ্বিতীয় ইনিংসে পাহাড় প্রমাণ রানকে টার্গেটে রেখে অনেকটা এগোতে পেরেছে, এটাই প্রশংসার দাবি রাখে। হাতে উইকেট রয়েছে ৫টি ঠিকই। তবে জয়ের জন্য ২৯০ রানের প্রয়োজন। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হওয়ায় শেষ বল পর্যন্ত অপেক্ষা করতেই হয়। প্রথম ইনিংসের তুলনায় মুম্বাই যেন দ্বিতীয় ইনিংসে আরও চমৎকার খেলা দেখায়। মোটকথা, রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ চলছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ও বিদর্ভের ম্যাচ। প্রথম ইনিংসে মুম্বাই ২২৪ রান সংগ্রহ করলে জবাবে বিদর্ভ তাদের প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ১১৯ রানের লিড নিয়ে মুম্বাই ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে প্রায় দুদিন ধরে ব্যাট চালিয়ে ১৩০.২ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে মুম্বাই ৪১৮ রান সংগ্রহ করে। বিদর্ভ এবার জয়ের জন্য ৫৩৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বিদর্ভ দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতোমধ্যে বিনা উইকেটে দশ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের মুশের খানের ১৩৬ রান, শ্রেয়াস আয়ারের ৯৫ রান, অধিনায়ক আজিংকা রাহানের ৭৩ রান এবং স্যামস মুলানির অপরাজিত ৫০ রান উল্লেখযোগ্য। বিদর্ভের হর্স দুবে পাঁচটি উইকেট পেয়েছিল। বুধবারে বিদর্ভ দিনভর ধরে খেলে ৯০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৮ রান যোগ করে মোট ২৪৮ এ পৌঁছায়। আগামীকাল বিদর্ভ যেন বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। মুম্বাইয়ের বোলারদের রুখে বিদর্ভ কতটুকু কি করতে পারে এখন সেদিকেই তাকিয়ে পুরো ক্রিকেট মহল।
2024-03-13