৫ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ৫ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন। ১৪ থেকে ১৮ মার্চ তিনি ভারতে সরকারি সফরে আসছেন। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তোবগের প্রথম বিদেশ সফর।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে ওইদিন ভুটান সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরাও আসবেন। এছাড়াও বিদেশ ও বাণিজ্যমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীও ওঁনার সঙ্গে থাকবেন। এই সফরে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফরে বিদেশমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী তোবগে ১৪ থেকে ১৮ মার্চের মধ্যে মুম্বই সফর করবেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।