ও লোভী, মানুষ করতে পারিনি, ভাই স্বপন প্রসঙ্গে মমতা

শিলিগুড়ি, ১৩ মার্চ (হি.স.) : ‘ও লোভী, মানুষ করতে পারিনি’ ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

টিকিট না পেয়ে বাবুন হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়তে চাইছেন। এমন নানা জল্পনা শোনা যাচ্ছিল। যদিও সেই জল্পনা নাকচ করে তিনি জানিয়েছেন, দল তাঁর পরামর্শকে গুরুত্ব দেয়নি, এতে তাঁর অভিমান হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছোয়। গোটা বিষয়টি নিয়ে যে তিনি অসন্তুষ্ট, সেই খবর মিলেছিল। এরপর বুধবার শিলিগুড়ির সাংবাদিক সম্মেলনে ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানিয়ে দেন তৃণমূলনেত্রী। মমতা স্পষ্ট জানান, বাবুনের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের আর কোনও সম্পর্ক নেই।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কিছু কিছু মানুষ আছে যাদের সব ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়। কাউন্সিলর, এমএলএ, এমপি সব ভোটে দাঁড়াতে চায়। কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। মানুষতন্ত্র করি। লোভীদের আমি পছন্দ করি না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার মন্তব্য, ‘আমার পরিবার বলে কিছু নেই। মা-মাটি-মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ।’