সিএএ-র পরোক্ষ প্রভাব পড়তে পারে দেশে, আশঙ্কার কথা জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পরোক্ষ প্রভাব পড়তে পারে দেশে। অনেক আশঙ্কার কথাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে প্রায় আড়াই থেকে ৩ কোটি মানুষ একত্রে সংখ্যালঘু। এগুলি দরিদ্র দেশ।”

কেজরিওয়ালের কথায়, “এই আড়াই থেকে ৩ কোটি মানুষের মধ্যে যদি এক থেকে দেড় কোটি মানুষও ভারতে আসে, আমরা তাঁদের কোথায় বসাব? আমরা কিভাবে তাঁদের চাকরি দেব? আমাদের জনগণের যে কাজ পাওয়ার কথা তা তাদের কাছে যাবে। পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। ছিনতাই, ধর্ষণের ঘটনা বাড়বে। চারিদিকে দাঙ্গা হবে। দেশের নিরাপত্তা পরিস্থিতির কী হবে?”