শিলিগুড়ি, ১৩ মার্চ (হি.স.): বিজেপি যদি জোরপূর্বক নির্বাচন করে, তাহলে আমরা তা বরদাস্ত করব না। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমাদের যা বলার আছে, আমরা জনগণকে বলব। তাঁরা (বিজেপি) বলছে ৪০০টি আসন পাবে, আমরা জনগণের কাছে সবকিছু ছেড়ে দিয়েছি, জনগণ যাকে ভোট দেবে আমরা তাকে মেনে নেব, কিন্তু বিজেপি যদি জোর করে নির্বাচন করে, আমরা তা মেনে নেব না।”
উল্লেখ্য, বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রশাসনিক সভাতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিজেপি যদি জোর করে নির্বাচন করে, আমরা তা মেনে নেব না।”

