পাটনা, ১৩ মার্চ (হি.স.): সিএএ নিয়ে অভয় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, “সিএএ নিয়ে কারও সমস্যা হওয়ার কথা নয়। এটা নাগরিকত্ব কেড়ে নেয় না, বরং নাগরিকত্ব প্রদান করে।” গত সোমবার দেশে চালু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। এই আইন কার্যকর হওয়ার পর থেকেই বিরোধীরা সমালোচনা করে আসছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রমুখ সিএএ-র সমালোচনা করেছেন।
এমতাবস্থায় সিএএ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “সিএএ নিয়ে কারও সমস্যা হওয়ার কথা নয়। এটা নাগরিকত্ব কেড়ে নেয় না, বরং নাগরিকত্ব প্রদান করে।”