বড় উদ্যোগ প্রতিরক্ষা মন্ত্রীর, এনসিসি-র সম্প্রসারণে অনুমোদন রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): এনসিসি-র স্বার্থে বড় উদ্যোগ নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছেন এবং তিন লক্ষ ক্যাডেট শূন্যপদও যুক্ত করেছেন। এই সম্প্রসারণের ফলে সমগ্র দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনসিসি-র ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

১৯৪৮ সালে মাত্র ২০ হাজার ক্যাডেট থেকে এনসিসি-র ভূমিকার জন্য এখন ২০ লক্ষ ক্যাডেটের অনুমোদিত শক্তি থাকবে, যা এনসিসি-কে বিশ্বের বৃহত্তম ইউনিফর্মযুক্ত যুব সংগঠনে পরিণত করবে।