তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সিএএ-র বিরোধিতা করছে কংগ্রেস : অমিত শাহ

সেকেন্দ্রাবাদ, ১২ মার্চ (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর মতে, তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সিএএ-র বিরোধিতা করছে কংগ্রেস। অমিত শাহ বলেছেন, লক্ষ লক্ষ মানুষ নিজেদের ধর্ম, সম্মান বাঁচাতে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী মোদী নাগরিকত্ব প্রদান করে তাঁদের সম্মানিত করেছেন। মঙ্গলবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার্স মিট-এ বক্তৃতা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সিএএ কার্যকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বলেছিলাম সিএএ আনব। কংগ্রেস সিএএ-র বিরোধিতা করত। আমাদের সংবিধান প্রণেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা নির্যাতিত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব। কিন্তু তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে কংগ্রেস দল সিএএ-র বিরোধিতা করেছিল। লক্ষ লক্ষ লাখ মানুষ এদেশে এসেছেন ধর্ম রক্ষার জন্য। তাদের নাগরিকত্ব দিয়ে সম্মানিত করার কাজটি করেছেন নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আমরা আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করব। ৭০ বছর ধরে, কংগ্রেস ৩৭০ ধারায় চলত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করেছেন।”