আগামীকাল তেলেঙ্গানায় বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

হায়দরাবাদ, ১১ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার তেলেঙ্গানায় বিজয় সংকল্প সভা করবেন। ভারতীয় জনতা পার্টি তেলেঙ্গানা রাজ্যের ১৭টি লোকসভা কেন্দ্রে সর্বাধিক আসন জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি জোরকদমে শুরু করেছে। সেই লক্ষ্যেই মঙ্গলবার একদিনের সফরে তেলেঙ্গানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বিজয় সংকল্প সভা ছাড়াও তিনি এখানে অনেক কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্য বিজেপি সোমবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকাল ১১ টায় চারমিনারে অবস্থিত ঐতিহাসিক শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দিরে বিশেষ পুজো ও দর্শন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি ইম্পেরিয়াল গার্ডেনে সামাজিক মাধ্যমের যোদ্ধাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন নির্দেশ দেবেন। কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি জি. কিষাণ রেড্ডির সভাপতিত্বে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুপুর ২টোয় উপস্থিত হবেন শাহ। তিনি তেলঙ্গানায় বিজেপি কর্মীদের সঙ্গে জয়ের জন্য দলের কৌশল ঠিক করবেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন।