বিজেপি কৃষক বিরোধী সরকার : পবিত্র কর

আগরতলা, ১১ মার্চ : বিজেপি কৃষক বিরোধী সরকার। দীর্ঘ তিন বছর যাবৎ কৃষকদের অপূরণীয় দাবিতে লড়াই করে আসছে সংযুক্ত কিষাণ মোর্চা। এরই অঙ্গ হিসেবে কৃষকদের অধিকার রক্ষায় আগামী ১৪ই মার্চ দিল্লিতে আয়োজিত হবে মহাপঞ্চায়েত আন্দোলন। আজ গন অবস্থান কর্মসূচীতে একথা বলেন রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।

এদিন পবিত্র কর বলেন, আগামী ১৪ই মার্চ দিল্লিতে আয়োজিত হবে মহাপঞ্চায়েত আন্দোলনের সমর্থনে সোমবার আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে দুই ঘন্টার গন অবস্থান কর্মসূচী পালন করে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটি।

এদিন তিনি আরও বলেন, গোটা দেশের কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই জারি রয়েছে। মূলত, ফসলের নায্য দাম দেওয়া, কৃষকের জমি রক্ষা করা সহ বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে।