মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং জবলপুরে এয়ার টার্মিনাল ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোপাল, ১০ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তরপ্রদেশের আজমগড় থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং জবলপুর পর্যন্ত নবনির্মিত এয়ার টার্মিনাল ভবনগুলির উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সারাদেশে ১৫টি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করা হয়।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বিজয়রাজে সিন্ধিয়া বিমানবন্দর মাত্র ১৬ মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছিল।

এদিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বিগত সরকারগুলি জনগণের চোখে ধুলো দেওয়ার মতো ঘোষণা করতো। এছাড়া সংসদে রেলের নতুন নতুন ঘোষণাও আগে করা হতো। কিন্তু আজ দেশ দেখছে মোদী যা বলেন তাই করেন।