আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে যুব কংগ্রেসের উদ্যোগে মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ মার্চ:  আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মহিলাদের। প্রথমে কৈলাসহর আরজিএম হাসপাতালে গিয়ে নার্স ও মহিলা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।  

কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের নার্স ও নিরাপত্তারক্ষী মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এদিন। এছাড়াও কৈলাসহর মহিলা থানার মহিলা পুলিশদের সংবর্ধনা দেওয়া হয়। 

এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, যুবনেতা দেবাংশু দাস, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহজান মিয়া, কৈলাসহর জেলা যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শানু চৌধুরী, চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের মিডিয়া ইনচার্জ রিপন আলী সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী।