গুয়াহাটি, ১০ মাৰ্চ (হি.স.) : আগামীকাল সোম ও মঙ্গলবার, ১১ ও ১২ মার্চ অসমের সরকারি কর্মচারীদের দুদিনের বিশেষ ছুটি ধার্য করেছে রাজ্য।
আজ রবিবার রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার-সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, মরিগাঁওয়ে অনুষ্ঠিত একশরণ ভাগবতী সমাজের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের অংশগ্রহণের জন্য ১১ এবং ১২ মার্চ দুদিন বিশেষ নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) ধার্য করেছে রাজ্য।
প্রসঙ্গত, মরিগাঁওয়ে আজ থেকে শুরু হয়েছে একশরণ ভাগবতী সমাজের সুবর্ণ জয়ন্তী।

