স্ফুলিঙ্গ-১৪০
শতদল সঙ্ঘ- ৯৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। জঘন্য ব্যাটিং। এর খেসারত দিতে হলো দলকে। বোলাররা অল্প রানে স্ফুলিঙ্গকে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হারতে হলো শতদল সঙ্ঘ-কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ জয়লাভ করে ৪৪ রানে। স্ফুলিঙ্গের গড়া ১৪০ রানের জবাবে শতদল সঙ্ঘ ৯৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দুর্লব রায় ৫৬ এবং দ্বৈপায়ন ভট্টাচার্য ৪ উইকেট নিয়েছেন। আসরের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো স্ফুলিঙ্গ। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ২২ গজে তেমন মাথা তুলে দাড়াতে পারেনি স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-রা। মিডল অর্ডারে দুর্লব রায় যদি কড়া প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে দলীয় স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। দুর্লব ৮৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া দলের পক্ষে শাবন রূপার্ক ৬৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং শচীন শর্মা ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। শতদল সঙ্ঘের পক্ষে দীপ্তনু চক্রবর্তী ২৬ রানে ৩ টি,শুভম খেতোয়াস ১৭ রানে, সৌরভ দাস ২৯ রানে এবং দেবপ্রসাদ সিনহা ৩০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পেস-স্পিন আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় শতদল সঙ্ঘের ইনিংস। দল গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। দলের পক্ষে শুভম খেতোয়াস ৪৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, দলনায়ক ভিকি সাহা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, শ্যাম শাকিল গণ ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে দ্বেপায়ন ভট্টাচার্য ২৩ রানে ৪ টি, সাগর শর্মা ১৩ রানে এবং দলনায়ক অজয় সরকার ৩৪ রানে ২ টি করে উইকেট দখল করেন।