মুর্শিদাবাদ, ১০ মার্চ (হি. স.) : মুর্শিদাবাদে আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে প্রায় ৬টি লাইট বোমা উদ্ধার করল বড়ঞা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা কয়থা কোটাল পুকুরের পাড়ে একটি সন্দেহজনক বালতি দেখতে পান। এরপর বড়ঞা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করার পাশাপাশি তা নিষ্ক্রিয় করতে জেলা বম্ব স্কোয়্যাডকে খবর দেয়। কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল তা তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি ডোমকল রানিনগরে বোমা উদ্ধার হয়। এরপর মঙ্গলবার রেজিনগরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা। গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়। লাগাতার বোমা উদ্ধারের ঘটনা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।