উত্তরপ্রদেশের জৌনপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু, আহত ৩

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের জৌনপুরে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার গৌরাবাদশাহপুর থানা সংলগ্ন আজমগড়-জৌনপুর সড়কে একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, গজাধর শর্মা (৬০), অনীশ (৩৫), জওহর শর্মা (৫৫), গৌতম শর্মা (১৮), সোনম (৩২) এবং পবন শর্মা। আহতদের উন্নত চিকিৎসার জন্য বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা সবাই একই পরিবারের সদস্য এবং বিহারের সীতামারির বাসিন্দা।

শনিবার রাত আড়াইটার দিকে একটি গাড়িটি কেরাকাত প্রসাদ মোড়ে পৌঁছলে জৌনপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ আহতদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহতরা যাতে উন্নতমানের চিকিৎসা পান তারও নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *