রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী

আগরতলা, ৯ মার্চ : গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গত ১১ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবতী। অনেক খোজাখুজির পর তাঁর কোনো হদিশ না পেয়ে পরর্বতী সময়ে থানায় দারস্থ হয়েছে পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ২৩ বছরের সংগীতা দেববর্মা। কিন্তু পরবর্তী সময়ে বাড়িতে ফিতে যায় নি। পরিবারের সদ্যসরা অনেক খোজাখুজির পর তাঁর কোনো হদিশ না পেয়ে গত ১ মার্চ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু এতদিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ তাঁকে খুঁজে বের করতে পারে নি।