আগরতলা, ৯ মার্চ: মেলা সামাজিক মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়: প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী শিব চতুর্দশী আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ পার্বণ। শিব চতুর্দশী উপলক্ষে আয়োজিত হয় মেলা।
এধরণের মেলা সামাজিক মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গতকাল সন্ধ্যায় খোয়াইয়ের সিঙ্গিছড়ায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা ও খোয়াই ব্লকভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার মহিলা ক্ষমতায়ণে অগ্রাধিকার দিয়েছে। মহিলারা স্বনির্ভর না হলে দেশ ও রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, রাজ্যের সার্বিক বিকাশে কৃষক, গরীব অংশের মানুষ ও যুব সম্প্রদায়ের উন্নয়নেও সরকার বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে মৎস্যচাষি ও প্রাণীপালকদের আত্মনির্ভর করার প্রয়াস নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, জিলা পরিষদের
কর্মবিষয়ক স্থায়ী কমিটির সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, দক্ষিণ শিঙ্গিছড়া গ্রামপঞ্চায়েতের প্রধান স্বপ্না উরাং, খোয়াই ব্লকের বিডিও অভিজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির যুগ্মআহ্বায়ক প্রণব বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম শিঙ্গিছড়া গ্রামপঞ্চায়েতের প্রধান অঞ্জলী নম: শুদ্র। ব্লকভিত্তিক প্রদর্শনীতে ১২টি স্টল খোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ স্টলগুলি পরিদর্শন করেন।