লোকসভা নির্বাচনে জনগণ আমার কাজকে মূল্যায়ন করে ভোট দেবেন : বিপ্লব

আগরতলা, ৯ মার্চ: লোকসভা নির্বাচনে জনগণ আমার কাজকে মূল্যায়ন করে ভোট দেবেন। কাজের নিরিখে আমি জনগণের কাছে ভোট চাইবো। আজ গোমতি জেলার সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করে এমনটাই দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন,মোদী মানে বিশ্বাস, মোদী মানেই বিকাশ।মোদীর প্রতি আস্থা স্বরূপ বিভিন্ন দল থেকে বড় মাত্রায় বিজেপিতে যোগদান করছেন।

এদিন তিনি কার্যকর্তাদের উদ্দ্যেশে বলেন, দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেক জনগনের পরিবারের কাছে গিয়ে প্রধানমন্ত্রী প্রণাম পৌঁছে দিতে হবে। সাথে তাঁদের বিপ্লবকে আশীর্বাদ দেওয়ার জন্য বলতে হবে। জনগণ আমার কাজের নিরিখে লোকসভা নির্বাচনে ভোট দেবেন।
এদিন তিনি বলেন, ত্রিপুরার দুটি আসনে বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিৎ করতে সবধরনের প্রস্তুতি নিষ্ঠাবান কার্যকর্তাদের নিতে হবে।