ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। লংতরাইভ্যালিতে সিনিয়র টি-২০ ক্রিকেট শুরু ১১ মার্চ থেকে। উদ্বোধনী দিনে খাবাকসা ক্লাব খেলবে সবুজ সঙ্ঘের বিরুদ্ধে। ৩০ কার্ড মাঠে হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে। এবছর আসরে অংশ নিচ্ছে ৪ দল: নিউ স্পোর্টিং ক্লাব, মাতৃ স্নেহ ক্লাব, খাবাকসা ক্লাব এবং সবুজ সঙ্ঘ। লিগ পর্যায়ের থেকে সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। আসরের ফাইনাল ম্যাচ হবে ১৭ মার্চ। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব জয়দেব সাহা আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন।
2024-03-08