নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহা শিবরাত্রি। শিবরাত্রির মহা তিথিতে পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন শৈব তীর্থে ও বিভিন্ন স্থানে শিব মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। এদিন অনেকেই উপবাস করে ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল দিয়ে শিবের উপাসনা ও পুজো সম্পন্ন করবেন। শিবরাত্রি উপলক্ষ্যে শিব মন্দির গুলিকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে।
মহা শিবরাত্রি উপলক্ষ্যে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পূজার্চনা ও আরতি করা হয়। নাসিকের ত্রিম্বকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে শুক্রবার সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে, প্রয়াগরাজ ও হরিদ্বারে গঙ্গায় পুণ্যস্নান করে ভগবান শিবের আরাধনা করেন ভক্তরা। অযোধ্যার নাগেশ্বর নাথ মন্দিরেও সকাল থেকে পুজো দেন ভক্তরা।
শিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত দেশবাসীকে নিজের পরিবার সম্বোধন করে শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “দেশজুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যদের মহাশিবরাত্রির শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সবার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে এবং অমৃতকালে দেশের সংকল্পকেও নতুন শক্তি প্রদান করবে, এই কামনা করছি। জয় ভোলে নাথ!”

