জয়পুর, ৭ মার্চ (হি.স.) : কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে ৩০ লক্ষ চাকরি দেবে, বৃহস্পতিবার রাজস্থানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বৃহস্পতিবার বিকেলে রাজস্থানে প্রবেশ করেছে। যাত্রাটি রাতলামের (মধ্যপ্রদেশ) সাইলানা থেকে বাঁশওয়ারার দানপুরে প্রবেশ করে। খোলা জিপে রাজস্থানের সীমান্তে পৌঁছে যান রাহুল। রোড শোয়ের পরে কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় রাহুল বলেন, রাজস্থান সরকার ৬০ থেকে ৭০ জন লোককে নিয়ে পরিচালিত হয় তবে আপনি তাদের মধ্যে একটিও আদিবাসী পাবেন না। এদিন রাহুল গান্ধী আরও বলেন, সরকারে আসার পর আমাদের প্রথম কাজ হবে সুবিধাবঞ্চিতদের ৩০ লক্ষ চাকরি দেওয়া।
পেপার ফাঁস প্রসঙ্গে রাহুল বলেন, পরীক্ষার দিনই জানা যায় পেপার ফাঁস হয়েছে। যাদের টাকা আছে তাঁরাই পেপার চুরি করে এবং আমাদের বলা হয় পেপার ফাঁস হয়েছে। এখন চাকরি পাবেন না। এটি সব নিয়োগের ক্ষেত্রেই ঘটে থাকে। আমরা পেপার ফাঁসের বিরুদ্ধে আইন আনব। এতে আমরা পরীক্ষা পরিচালনার পদ্ধতি পরিবর্তন করব। বেসরকারি কোম্পানির চুক্তি বন্ধ করে শুধু সরকারি সংস্থা থেকে কাগজ ছাপা হবে। এরপরেও কাগজপত্র ফাঁস হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাহুল আরও জানান যে, কলেজ এবং ডিপ্লোমার পরে, প্রত্যেক স্নাতককে এক বছরের জন্য বেসরকারী এবং সরকারী অফিসে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতি বছর ১ লক্ষ টাকা পাবে। ভারতের প্রতিষ্ঠান, বাজেট ও সম্পদের দিকে তাকালে দেখা যায়, দরিদ্র ও দলিত শ্রেণির মানুষের অংশগ্রহণ কম। তিনি জানান, রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল কিন্তু দেশের রাষ্ট্রপতির মুখ টিভিতে দেখানো হয়নি কারণ তিনি একজন আদিবাসী। রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাঁকে সরাসরি বার্তা দেওয়া হয়েছিল যে আপনি যেই হোন না কেন, আপনি উপজাতি হওয়ায় ভিতরে আসতে পারবেন না।

