নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ: মোবাইল ফোন ও টেলিভিশনের কল্যাণে হারিয়ে যেতে বসেছে স্থানীয় নাটক ও পৃষ্ঠা সংস্কৃতি। এগুলোকে বাঁচিয়ে রাখা খুবই জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখেই তেলিয়ামুড়া শুরু হয়েছে নাট্যকর্মশালা।
মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া পুর পরিষদ ও কালচারাল সেল এর সহযোগিতায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী এক নাট্য কর্মশালা। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষে জল সিঞ্চন করে এই নাট্য কর্মশালার শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের সাংস্কৃতিক ও যুব বিষয়ক উপকমিটির সভাপতি তথা কাউন্সিলর অচিন্ত্য ভট্টাচার্য, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা তথা পুর পরিষদের কাউন্সিলার মালাশ্রী সাহা পাল ,সাংস্কৃতিক উপদেষ্টা নিহারেন্দ্র বিকাশ দত্ত ,জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুমিত কর ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের কালচারাল এসিস্টেন্ট ভজনা বিশ্বাস।শিবিরে বিভিন্ন নাট্য সংস্থা এবং স্কুল থেকে প্রতিনিধিরা অংশ গ্রহন করে।সপ্তাহব্যাপী নাটকের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক গন হাতে-কলমে বলে প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানান কর্মকর্তারা
এদিকে মঙ্গলবার পড়ন্ত বিকেলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তুইমধু উচ্চ বিদ্যালয় এ হয় জনজাতি লোকনৃত্যর উপর এক কর্মশালা।