বঙাইগাঁও (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনে বডোল্যান্ড পিপলস্ ফ্রন্ট (বিপিএফ)-এর সঙ্গে জোটের সম্ভাবনা একবাক্যে নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার এখানে ‘বিকাশ যাত্রা’র এক অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আসন্ন লোকসভা নির্বাচনে হাগ্ৰামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ-ঘোষিত সম্ভাব্য সহযোগিতাকে ঘিরে সাম্প্রতিক জল্পনা প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বডোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোটের বিষয়ে কোনও কথাই হয়নি। এ ধরনের জল্পনা কাল্পনিক। এক কথায়, বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোট বাঁধার বিষয়ে কোনও আলোচনাই হয়নি। তবে বিপিএফ যদি আমাদের (বিজেপি) সাহায্য করতে চায়, তা-হলে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবে না। এটা তাঁদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করবে। আমাদের কিছু বলার নেই।’
তিনি বলেন, বিজেপির মিত্র অসম গণ পরিষদ (অগপ) এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)। অগপ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে। আর ইউপিপিএল একটি আসনে।
প্ৰসঙ্গত, বডোল্যান্ড পিপলস ফ্রন্ট-এর সুপ্রিমো হাগ্রামা মহিলারি গতকাল কোকরাঝাড়ে সাংবাদিকদের বলেছিলেন, তাঁর দল বডোল্যান্ডের দুটি লোকসভা আসনে (কোকরাঝাড় এবং দরং-ওদালগুড়ি) জয়লাভ করবে। এমন-কি নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক সাংসদের স্থান নিশ্চিত।