নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৪ মার্চ: জেল পালাতক বিচারাধীন বন্দী ফের পুলিশের জালে আটক হয়েছে। গোপন খবরের ভিত্তিতে গভীর জঙ্গল থেকে ২টি মামলায় অভিযুক্ত অমৃত দেববর্মাকে আটক করতে সক্ষম হয়েছে ছৈলেংটা থানার পুলিশ।
ঘটনার বিবরণ জানা যায়, গত ২৯ জানুয়ারি আমবাসা জেলা আদালত থেকে শুনানির পর লংতরাইভ্যালী জেলে নিয়ে আসলে সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় বিচারাধীন বন্দী অমৃত। তার বিরুদ্ধে ছৈলেংটা থানায় আন্ডার সেকশন ২০(বি)/২৫/২৯ এনডিপিএস ধারায় মামলা ছিলো। যার কেইস নম্বর ৯/২০২২।
অন্যদিকে মনু থানায় আন্ডার সেকশন ৩৭৬(৩) আইপিসি ধারায় অপর একটি মামলা ছিল। যার কেইস নম্বর ২৩/২০২০। ২৯ জানুয়ারি পালিয়ে যাওয়ার পর থেকেই পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। অভিযুক্ত এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়নি।
৪ মার্চ পুলিশের কাছে গোপন খবর আসে পলাতক অমৃত তার নিজ গ্রাম ছৈলেংটা থানাধীন কৃষ্ণকান্ত পাড়ার গভীর জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে। খবর পেয়েই রাত আনুমানিক ৩টা নাগাদ এসডিপিও সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে পুলিশ সেই গভীর জঙ্গলে ছুটে যায়। গোপন খবর অনুযায়ী নির্দিষ্ট স্থান থেকে অমৃত কে আটক করতে সক্ষম হয়। বর্তমানে পালাতক বিচারাধীন বন্দী অমৃত ছৈলেংটা থানার লকাপে রয়েছে।

