কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে : রাহুল গান্ধী

শিবপুরি, ৪ মার্চ (হি.স.) : কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে, সোমবার এই বলেই মোদী সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শিবপুরী পৌঁছোনোর পর একথা বলেন রাহুল গান্ধী। শিবপুরীতে রাহুলের রোড শো অনুষ্ঠিত হয়। তারপর শিবপুরীর মাধব চক মোড়ে একটি সভায় ভাষণ দেন রাহুল গান্ধী। ওখানে গাড়িতে বসেই সমাবেশে ভাষণ দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রের মোদী সরকার মনরেগার বাজেট বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ ও গ্রামবাসীরা কর্মসংস্থান পায় ওই মনরেগা বাজেট থেকেই। তিনি বলেন, দেশে ইচ্ছাকৃতভাবে জনগণনা করা হচ্ছে না। আমি সবসময় বলি যে জনগণনা করা উচিত যাতে অনগ্রসর শ্রেণী, এসসি, এসটি এবং উপজাতিদের সংখ্যা স্পষ্টভাবে প্রকাশ করা যায় কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কিছু বলছে না। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে, দেশে তিনটি বড় সমস্যা – বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতি কিন্তু এই তিনটি বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।