নাফে সিং রাঠি হত্যাকাণ্ডে গোয়া থেকে গ্রেফতার ২

গোয়া, ৪ মার্চ (হি. স.): ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের প্রধান তথা প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠির হত্যাকাণ্ডে গোয়া থেকে সৌরভ এবং আশিস নামে দুজনকে গ্রেফতার করল পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারি একটি এসইউভি-তে ঝাজ্জরের বাহাদুরগড় সফর করছিলেন নাফে। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত তিন নিরাপত্তারক্ষী, চালক ও আরও দু’জন দলীয় কর্মী। আচমকাই একটি গাড়ি থেকে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের প্রধান ও প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠির। ঘটনায় নিহত হন তাঁরই সফরসঙ্গী আরও দুজন।

ঘটনার দিন আততায়ীদের ধরা যায়নি, সিসিটিভি ফুটেজে তাঁদের গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে দেখা যায়। অবশেষে ৭ দিন পরে পুলিশের জালে ধরা পড়ে দুই বন্দুকবাজ। ঝাজ্জার পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে গোয়া থেকে সৌরভ এবং আশিস নামে দুই শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই শ্যুটারকে ধরতে তল্লাশি চালাচ্ছে ঝাজ্জার পুলিশ। পুলিশ এও জানিয়েছে, ওই দুজন উত্তর গোয়ার একটি হোটেলে ছিল, সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যার মধ্যে তাদের দিল্লিতে নিয়ে আসা হবে।