মালদা, ৪ মার্চ (হি.স) : রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। দিকে,দিকে নারী নির্যাতন সন্ত্রাস ও নৈরাজ্যের মত ঘটনা ঘটছে। সোমবার প্রতিবাদে আন্দোলনে নামল এবিভিপি। ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট থেকে মিছিল করে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। তবে ডিএম অফিস ঢোকার মুখেই এবিভিপি কর্মীদের আটকে দেয় পুলিশ।
এরপর প্রথম ব্যারিকেট ভেঙে ফেলে সংগঠনের কর্মীরা। কিন্তু বাঁশ দিয়ে তৈরি দ্বিতীয় ব্যারিকেটে সংগঠনের কর্মীদের আটকে দেয় পুলিশ। এরপর সেখানে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। বিক্ষোভ শেষে দুটি পায়রা উড়িয়ে জেলা শাসকের উদ্দেশ্যে দাবি দাবা জানান সংগঠনের কর্মীরা। তার পাশাপাশি আজি আন্দোলন থেকে আগামী ১১ ই মার্চ উত্তর কন্যা অভিযানের ডাক দেওয়া হয় ।

