নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ মার্চ: “জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।” এই উক্তিকে সাথে নিয়ে ৩-রা মার্চ ২০২৪ইং তমালিনীর ছায়া-র পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকাল ১১ টায় তমালিনীর ছায়া গৃহে এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রদ্যোৎ দে সরকার, চেয়ারপার্সন ধর্মনগর পুর পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু নাথ,ভাইস্ চেয়ারপার্সন ধর্মনগর পুর পরিষদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল নাথ,বিশিষ্ট সমাজসেবী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সভাপতি তমালিনীর ছায়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিমালা নাথ, কাউন্সিলর, নমিতা নাথ, কাউন্সিলর,দিলীপ কুমার নাথ, কাউন্সিলর,ধর্মনগর পুর পরিষদ এবং চম্পু সোম, সভাপতি,ভলান্টারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন ধর্মনগর।