নয়াদিল্লি, ২ মাৰ্চ (হি.স.) : কেন্দ্র ও ত্ৰিপুরা সরকার এবং তিপ্রা মথা-র সঙ্গে স্বাক্ষরিত হয়েছে ত্রিপাক্ষিক ‘তিপ্ৰাসা’ চুক্তি।
আজ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে স্বরা্ষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্ৰিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, সাংসদ (রাজ্যসভা) তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া (আইপিএফটি দলের বিধায়ক), ত্রিপুরার মুখ্যসচিব সহ অন্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকারের শীর্ষ আধিকারিকরা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।