রায়পুর ও জশপুর, ২ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, যখন থেকে ডাবল ইঞ্জিনের সরকার এসেছে তখন থেকে মাওবাদীদের বিরুদ্ধে জোরদার হয়েছে লড়াই। বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শনিবার ছত্তিশগড়ের জশপুরে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “নকশালবাদের বিরুদ্ধে লড়াই জোরদার হওয়ার পাশাপাশি নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। ১৪-১৫টি নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নিয়াদ নেল্লানার (যার অর্থ ‘আপনার ভাল গ্রাম’) প্রকল্পটি ৫টি নকশাল-প্রভাবিত জেলায় উন্নয়ন নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, সরকার নকশাল প্রভাবিত জেলাগুলিতে সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রাখে।”
ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে আবার হামলা চালিয়েছে মাওবাদীরা। এ বার অভিযোগ, বিজেপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে খুন করার। গত এক বছরে ওই রাজ্যে এই নিয়ে সাত জন বিজেপি নেতা মাওবাদী হামলার শিকার হলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে বিজাপুর জেলার তোয়ানার গ্রামে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ)-র সশস্ত্র যোদ্ধারা ঢুকে তিরুপতি কটলা নামে ওই বিজেপি নেতাকে খুন করে বলে পুলিশ জানিয়েছে। তিরুপতি স্থানীয় ‘জনপদ পঞ্চায়েতে’-এর নির্বাচিত সদস্য ছিলেন। শনিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ এবং সিআরপএফের যৌথ বাহিনী। ওই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সাই।

