আগরতলা, ২ মার্চ : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার দিনের পরীক্ষা ছিল ইংরেজী। ধর্মনগর এবং পানিসাগর মহকুমায় মোট তিনটি সেন্টার রয়েছে। পানিসাগর মহকুমার বিলথৈ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারের অধীনে চারটি ভেনুতে, ধর্মনগর মহকুমার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয় অধীনে আটটি ভেনুতে এবং চুড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারের অধীনে তিনটি ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিলথৈ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর সেন্টার ইনচার্জ জীবন দেবনাথ জানিয়েছেন, বিলথৈ সেন্টারের অধীনে বিলথৈ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল ছাত্র ১৮৭ জন ছাত্রী ১৪৫ জন। পরীক্ষায় বসে ছাত্র ১৮৭ জন ছাত্রী ১৪৪ জন একজন ছাত্রী অনুপস্থিত। জলে বসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছাত্র ১০০ জন ছাত্রী ১৪৯ জন ছিল। পরীক্ষায় বসে ছাত্র ৯৮ জন এবং ছাত্রী ১৪২ জন। এই কেন্দ্রে দুইজন ছাত্র এবং সাতজন ছাত্রী অনুপস্থিত ছিল। পদ্মবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ছাত্র ৯২ জন ছাত্রী ১২৪ জন পরীক্ষায় বসে ছাত্র ৯১ জন ছাত্রী ১২২ জন। এই কেন্দ্রে একজন ছাত্র এবং দুইজন ছাত্রী অনুপস্থিত ছিল। বালক মনি মাধ্যমিক বিদ্যালয় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছাত্র ৯০ জন ছাত্রী ৮০ জন পরীক্ষায় বসে ছাত্র ৯০ জন এবং ছাত্রী ৭৯ জন। এই কেন্দ্রে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিলথৈ সেন্টার এর অধীনের চারটি কেন্দ্রে মোট ৯০৭ জন ছাত্রছাত্রী এলাকার ছিল পরীক্ষায় বসে ৮৯৩ জন। অনুপস্থিত ছিল ১৪ জন এর মধ্যে তিনজন ছাত্র ১১ জন ছাত্রী। ধর্মনগর সেন্ট্রাল এর সেন্টার ইনচার্জ সুবর্ণা ঘোষ জানান ধর্মনগর মহকুমার আটটি ভেন্যুর মধ্যে ধর্মনগর সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর মধ্যে ২০১ জন ছাত্র এবং ১৯১ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল । উপস্থিত ছিল ২০০ জন ছাত্র এবং ১৯০ জন ছাত্রী। মোট দুইজন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল ।কন্টিনিউ পরীক্ষার্থী ছিল তিনজন ২পুরুষ এবং ১জন ছাত্রী এর মধ্যে দুইজন ছাত্র ও একজন ছাত্রী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল একজন ছাত্র চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর কেন্দ্রে মোট ১৬ জন ছাত্র ও ১৮৫ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় বসে ১৬ জন ছাত্র ও ১৮৫ জন ছাত্রী। কন্টিনিউ একজন ছাত্র থাকলেও সে পরীক্ষায় বসেনি। ধর্মনগর দীননাথ নারায়নী বিদ্যামন্দির স্কুল কেন্দ্রে ছিল মোট ৮৮ জন ছাত্র এবং ১০০ জন ছাত্রী ।কিন্তু পরীক্ষায় বসে ৮৮ জন ছাত্র ও ৯৯ জন ছাত্রীর। এই কেন্দ্রে কন্টিনিউ ছাত্র ৮ জন ও ছাত্রী ছিল ৩ জন। পরীক্ষায় বসে সাত জন ছাত্র ও তিনজন ছাত্রী।
এই কেন্দ্রে একজন এক্সটার্নাল পরীক্ষার্থীও ছিল। মোট অনুপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা দুইজন ।গঙ্গানগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৪২ জন এবং ছাত্রী ছিল ৫০ জন। পরীক্ষায় সকলেই উপস্থিত ছিল। কন্টিনিউ ছাত্র ছিল একজন কিন্তু সে পরীক্ষায় বসে নি। ফলে কেন্দ্রে অনুপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা একজন ।কালা ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৬৮ জন এবং ছাত্রী ছিল ৯২ জন সকলেই এই কেন্দ্রে পরীক্ষায় বসে ।এক্সটার্নাল দুইজন পরীক্ষার্থী ছিল তারাও পরীক্ষায় বসে। কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৯৪ জন ছাত্র ছিল ১২৪ জন এর মধ্যে ৯৩ জন ছাত্র এবং ১২৪ জন ছাত্র পরীক্ষায় বসে। এই কেন্দ্রে কন্টিনিউ ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনজন ছাত্র এবং ৯ জন ছাত্রী ছিল ।পরীক্ষায় বসে দুইজন ছাত্র এবং আটজন ছাত্রী। একজন এক্সটার্নাল পরীক্ষার্থীও ছিল।
এই কেন্দ্রে মোট দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রাজবাড়ি, দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৯৪ জন ছাত্রী ছিল ১১৭ জন। দুই জন ছাত্রী পরীক্ষায় বসে নি। এছাড়াও এই কেন্দ্রে একজন কন্টিনিউ পরীক্ষার্থী ছিল সেও পরীক্ষায় বসে নি। ফলে এই ক্ষেত্রে মোট তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।শ্রীভূমি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন ছাত্র এবং ৬৮ জন ছাত্রী ছিল দুইজন ছাত্রী অনুপস্থিত ।এছাড়া কন্টিনিউ ছাত্র ছিল দুইজন ছাত্রী ছিল দুইজন সকলে উপস্থিত ছিল। ফলে কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয় সেন্টার এর অধীনে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ছাত্র ১৫৮৪ জন এবং ছাত্রী ছিল ১৫৭৬ জন। এর মধ্যে কন্টিনিউ ৩২ জন কম্পার্টমেন্টাল ২২ জন এক্সটার্নাল ৫ জন ছাত্র-ছাত্রী ছিল।
চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারের সেন্টার ইনচার্জ সবিতা দাস জানিয়েছেন, এই সেন্টারের অধীনে চুড়াই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বাঘন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই তিনটি ভেন্যুতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছাত্র ৩০৯ জন ছাত্রী ৪১৯ জন। এর মধ্যে ৩০৬ জন ছাত্র এবং ৪১৫ জন ছাত্রী পরীক্ষায় বসে। ফলে মোট একজন ছাত্র ও চারজন ছাত্রী পরীক্ষায় উপস্থিত ছিল। শান্তিপূর্ণভাবে প্রতিটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণসম্পন্ন হয় কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সেন্টার ইনচার্জরা জানান।

