হুগলি, ১ মার্চ (হি.স.) : হুগলি জেলার আরামবাগের সভা থেকে আগামী লোকসভা ভোটে বিজেপির আসনের লক্ষ্য জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কয়েক মাস আগেই রাজ্যে এসে ৩৫ টি আসনের কথা জানিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই কথা মনে করিয়ে দিয়ে ফের এদিনের সভা থেকে ৩৫ আসন পূরণের বার্তা শোনা গেল বিরোধী দলনেতার গলায়।
শুক্রবার থেকেই রাজ্য সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি জেলার আরামবাগ থেকে প্রচার সভা শুরু করেছেন তিনি। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট রয়েছে ৩৫টি আসন। আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন তুলে দেওয়ার ব্যাপারে বিজেপি সংকল্পবদ্ধ বলে মত শুভেন্দুবাবুর।