BRAKING NEWS

সাফল্যের লক্ষ্যে গার্লস ক্রিকেট টিমের জোর প্রস্তুতি চাম্পামুড়া কোচিং সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। লক্ষ্য নতুন প্রতিভা তুলে ধরা। পাশাপাশি রাজ্যকে প্রতিভাবান ক্রিকেটার উপহার দেওয়া। তা মাথায় রেখেই একঝাঁক নবাগত ক্রিকেটার নিয়ে এবছর দল গড়লো চাম্পামুড়া কোচিং সেন্টার। সদর অনূর্ধ্ব-‌১৩ এবং ১৫ বালকদের আসরে দ্বিমুকুট জয় করা চাম্পামুড়া নবাগত বালিকা ক্রিকেটারদের তুলে ধরতেই এবারের আসরে অংশগ্রহণ। তা স্পষ্ঠভাবেই জানান দলের কোচ কর্ণ দেবনাথ। দলকে এবছর নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-‌১৯ ত্রিপুরা দলের হয়ে খেলা জিয়া মন্ডল। ডেপুটি হিসাবে থাকবেন মোনালি শর্মা। আসরে সাফল্য পেতে যোগেন্দ্রনগর আদর্শ কলোনি মাঠে প্রতিদিন চলছে জোড় প্রস্তুতি। কর্ণ-‌র পাশাপাশি ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছেন রাজীব কুমার দাস এবং শঙ্কর দেবনাথ। শুক্রবার বিকেলে অনুশীলন শেষে এক সাক্ষাৎকারে কোচ কর্ণ বলেন,”আমাদের একমাত্র লক্ষ্য নতুন প্রতিভা তুলে ধরা। তা মাথায় রেখেই সেন্টারের ক্রিকেটারদের দিয়ে গড়া হয়েছে দল। আশাকরি মেয়েরা হতাশ করবে না। সাফল্য পাবেই”। একসময় ইন্দ্ররাণী জমাতিয়া সহ রাজ্য সিনিয়র দলের আরও দুই ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন সেন্টারের কর্তারা। শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলাফল যা-‌ই হউক সেন্টারে অনুশীলনরত ক্রিকেটারদের নিয়েই গড়া হবে দল। মেয়েরা ভালো খেলবে আশাবাদী কোচ রাজীব কুমার দাস। চাম্পামুড়া দল:‌ জিয়া মন্ডল (‌অধিনায়িকা), রিমশা ‌ ‌কর্মকার, মোনালি শর্মা (‌সহ অধিনায়িকা)‌, সানিয়া খাতুন, দিপীকা দেব (‌উইকেট রক্ষক), মৌমিতা দে, দিয়া সরকার, পূজা দাস, প্রীয়া সাহা, ইশা সাহা, অলঙ্কৃতা সাহা, অর্পিতা দাস, শায়নিকা দেব, শুক্লা চাকমা, মেঘা দাস এবং যমুনা দাস।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *