২০২৪-২৫ অর্থবছরের ২৭৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ৪১০.৬৯ কোটি টাকা

আগরতলা, ১ মার্চ: ত্রিপুরা বিধানসভায় আজ ২০২৪-২৫ অর্থ বছরের ২৭৮০৪.৬৭ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার মধ্যে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৪১০.৬৯ কোটি টাকা।

এদিন প্রণজিৎ সিংহ রায় বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সমাজের সকল অংশের মানুষের সামুহিক বিকাশের মাধ্যমে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা’ তৈরির একটি রূপরেখা তুলে ধরেছে।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( নগর) রাজ্যে এখনোও পর্যন্ত ৬৪ হাজার ৫৮২ টি ঘর নির্মাণ শেষ হয়েছে।