আচমকাই উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু

আগরতলা,২৯ ফেব্রুয়ারি: ত্রিপুরায় এখন শীতের দাপট তেমন নেই বললেই চলে। প্রতিবছর উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে। তবে উদ্বেগের বিষয় আজ উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। কি কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে তা জানা যায় নি।

জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘীগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ীদের। তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। আজ সকাল স্থানীয় মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে লক্ষ্য করেন জগন্নাথ দিঘির পাড়ে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে আছে। তারা দেখতে পাই যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। আশেপাশের বাড়িঘরেও তা লক্ষ্য করা হয়েছে।

সাথে সাথে তাঁরা বন দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করেছেন। বন দপ্তরের আধিকারিকরা মৃত্যুর কারণ অনুসন্ধান করে প্রজাতি রক্ষার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রজাতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। উদয়পুর মহকুমা বন আধিকারিক বিমল বনিক জানিয়েছেন, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *